বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মুক্তি পেয়েছে কবি ও গীতিকার এনামূল হক পলাশের নতুন গান ‘চাকা’ মোহনগঞ্জে প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই দিতে হবে: মাওলানা এনামুল হক নেত্রকোণায় কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাত, মানববন্ধনে দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি নেত্রকোণায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ : নিহত ২ মোহনগঞ্জ হাসপাতালের বদলীকৃত দুই ডাক্তার কোয়ার্টারের ভাড়া না দিয়ে দীর্ঘদিন বসবাস মাজার জিয়ারতের মধ্য দিয়ে নেত্রকোণা বিএনপির নতুন কমিটির কার্যক্রম শুরু নেত্রকোণায় ১১ বছর পর জেলা বিএনপির সম্মেলন, সভাপতি আনোয়ারুল-সম্পাদক রফিকুল দীর্ঘ ১১ বছর পর নেত্রকোণা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন নেত্রকোণায় পৌর বিএনপি নেতা মুঘল আজম ৯ দিনেও গ্রেপ্তার হয়নি
নেত্রকোণায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ : নিহত ২

নেত্রকোণায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ : নিহত ২

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণা:
নেত্রকোণায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা-পাল্টা হামলায় নিহত হয়েছেন দুইজন এবং আহত হয়েছেন অন্তত তিনজন। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নেত্রকোণা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের জামাটি গ্রামে।

নিহতরা হলেন—জামাটি গ্রামের দুজাহান মেম্বার (৪৫) এবং একই গ্রামের নূর মোহাম্মদ (২৮)।

স্থানীয় সূত্র জানায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুজাহান মেম্বার ও রফিক মিয়ার মধ্যে বিরোধ চলছিল। শনিবার রাতে জেলা বিএনপির সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে রফিক ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে দুজাহান মেম্বারের ওপর হামলা চালায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

এর পরপরই ক্ষুব্ধ হয়ে দুজাহানের লোকজন রফিকের বাড়িতে হামলা চালায়। এ সময় রফিক, তার ভাই মোফাজ্জল, স্ত্রী মনোয়ারা ও ছেলে নূর মোহাম্মদ গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নূর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রফিক ও মনোয়ারাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রফিকের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহ্ নেওয়াজ জানান, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com