সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন
আবুল কাসেম আজাদ, মোহনগঞ্জ, নেত্রকোণা:
নেত্রকোণার মোহনগঞ্জে একটি বটগাছ নিয়ে বিরোধের জেরে প্রবাসীর স্ত্রী পদ্মাবতী দত্তকে (৪০) শ্বশুরবাড়ির আত্মীয়রা পিটিয়ে জখম করেছে। এ ঘটনায় তিনি ৬ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন।
মোহনগঞ্জ উপজেলার ৩ নং তেতুলিয়া ইউনিয়নের ভাটাপাড়া গ্রামে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ পদ্মাবতী দত্তের স্বামী সুকেশ কর সৌদি আরব প্রবাসী। স্বামী বাড়িতে না থাকায় একটি বটগাছ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শ্বশুরবাড়ির আত্মীয়রা তাকে মারধর করে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা তাকে মোহনগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন। ঘটনার পর পদ্মাবতী দত্ত বাদী হয়ে মোহনগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি বলেন, “আমি ছেলে-মেয়েকে নিয়ে এখন আতঙ্কে দিন কাটাচ্ছি। আসামিরা আমাকে খুনের হুমকি দিচ্ছে। তাদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার চাই।”
অভিযোগে যাদের আসামি করা হয়েছে তারা হলেন—অধীর কর (৪৫), রঞ্জন কর (৩৮), রঞ্জিত কর (৫৫), অনিল কর (৬০), সুধারানী কর (৩২) ও ছায়া রানী কর (৩০)।
এ বিষয়ে আসামি অনিল কর দাবি করেন, “এটি একটি তুচ্ছ ঘটনা, অভিযোগ করার মতো কিছু হয়নি।”
ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, “তদন্তকারী কর্মকর্তাকে সঠিকভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, তেতুলিয়া ইউনিয়নের বিট অফিসার এসআই রবিউলকে সতর্ক থাকতে বলা হয়েছে যাতে ভবিষ্যতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।