বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

দুই টেস্টের সিরিজের পর ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজের জন্য শাই হোপকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

দলে জায়গা পেয়েছেন প্রথম টেস্টে সেঞ্চুরি করা পেস অলরাউন্ডার জাস্টিন গ্রেভস। এছাড়া অভিষেকের অপেক্ষায় থাকা ২৭ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার আমির জাঙ্গুকেও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সিরিজের সময়সূচি: প্রথম ওয়ানডে: ৮ ডিসেম্বর, দ্বিতীয় ওয়ানডে: ১০ ডিসেম্বর, তৃতীয় ওয়ানডে: ১২ ডিসেম্বর, সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায়।

শাই হোপ (অধিনায়ক), ব্রেন্ডন কিং, কেসি কার্টি, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রেভস, সিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেপ, শামার জোসেপ, এভিন লুইস, গুড়ুকেশ মতি, শেরফান রাদারফোর্ড, জাইডেন সিলস এবং রোমারিও শেইফার্ড।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com