বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবদেক, নেত্রকোণার আলো ডটকম:
বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায় বিশ্বাস দেশের হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের বিষয়ে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর প্রেসক্লাব থেকে পল্টন পর্যন্ত আয়োজিত একটি মিছিল-পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যের প্রধান পয়েন্ট অপর্ণা রায় বলেন, হিন্দু সম্প্রদায়ের নির্যাতন: “গত ১৭ বছর ধরে হিন্দুদের ওপর যে নির্যাতন হয়েছে, তখন ভারত কোথায় ছিল?”
মোদি সরকারের ব্যর্থতা: ভারতে হিন্দুদের নিরাপত্তা দিতে মোদি সরকার ব্যর্থ বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও প্রশ্ন করেন, “যারা নিজেদের নিরাপত্তা দিতে পারে না, তারা বাংলাদেশ নিয়ে কথা বলে কেন?”
অপর্ণা রায় শেখ হাসিনার সমালোচনা করে বলেন, “ভারতে বসে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশকে লুটে খেয়েছে নরেন্দ্র মোদি।”
এই মন্তব্য আসে ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে আয়োজিত মিছিল ও সমাবেশ থেকে। সমাবেশে অন্যান্য নেতারা ভারত ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ধর্মীয় সহাবস্থানের বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেন।
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এবং দুই দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে এমন সমালোচনা নতুন নয়। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা এবং তাদের ওপর নির্যাতনের বিষয়টি দুই দেশেই সংবেদনশীল ইস্যু। অপর্ণা রায়ের এই বক্তব্য সেই উত্তেজনার একটি নতুন দিক উন্মোচন করেছে।