বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে: ড. মুহাম্মদ ইউনূস

শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে: ড. মুহাম্মদ ইউনূস

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘‘ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার দেশের অর্থনীতি, শাসনব্যবস্থা, এবং বিচারব্যবস্থাকে ধ্বংস করে গেছে। নির্বাচনের আগে এসব খাতে সর্বাত্মক সংস্কার প্রয়োজন।’’

‘নিক্কেই এশিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার সংবিধান, বিচারব্যবস্থা এবং নির্বাচনব্যবস্থার সংস্কারের জন্য বেশ কয়েকটি কমিশন গঠন করেছে। জানুয়ারির মধ্যে এসব কমিশনের সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

ড. ইউনূস বলেন, ‘‘শেখ হাসিনার শাসনামলে গণতন্ত্র এবং শাসন কাঠামো পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আমাদের লক্ষ্য হলো জনগণের আস্থা পুনঃস্থাপন এবং একটি কার্যকর প্রশাসনিক কাঠামো গড়ে তোলা।’’

তিনি আরও বলেন, ‘‘এই সংস্কার প্রক্রিয়া সময়সাপেক্ষ, কারণ আমরা একেবারে শূন্য থেকে শুরু করছি।’’

নির্বাচন কখন হবে সে প্রসঙ্গে ড. ইউনূস সরাসরি কিছু বলেননি। তিনি জানান, নির্বাচন সংস্কারের প্রক্রিয়ার ওপর নির্ভরশীল এবং সেটি সময়সাপেক্ষ।

শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ড. ইউনূস বলেন, ‘‘শেখ হাসিনার শাসনে টানা তিনটি ভোটারবিহীন নির্বাচন হয়েছে। তিনি একজন ফ্যাসিবাদী শাসক হিসেবে গণতন্ত্রকে ধ্বংস করেছেন।’’

তিনি আরও উল্লেখ করেন, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং বিচারিক কার্যক্রম শেষে ভারতকে তাকে হস্তান্তরের জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হবে।

ভারত-বাংলাদেশ সম্পর্কে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ড. ইউনূস কূটনৈতিক সমঝোতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘‘আমাদের প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করতে হবে। সার্ক পুনরুজ্জীবন এবং আসিয়ানের সদস্যপদ অর্জনও গুরুত্বপূর্ণ।’’

রোহিঙ্গা ইস্যুতে ড. ইউনূস বলেছেন, বাংলাদেশ মিয়ানমারে জাতিসংঘ-শাসিত নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার পক্ষে। এ উদ্যোগ রোহিঙ্গাদের নিজ দেশে আশ্রয় নিতে সহায়তা করবে।

ড. ইউনূস বলেন, ‘‘আমরা চাচ্ছি রোহিঙ্গারা নিরাপদে তাদের দেশে ফিরতে পারুক। তবে, এই সংকট দীর্ঘমেয়াদি সমাধানের জন্য একটি অভিন্ন কৌশল প্রয়োজন।’’

চীন ও আসিয়ানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদার করার প্রসঙ্গেও তিনি কথা বলেন। আসিয়ানে যোগদানের বিষয়ে ড. ইউনূস বলেন, ‘‘এটি আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।’’

সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ নাকচ করে ড. ইউনূস বলেন, ‘‘সংখ্যালঘুদের নিয়ে যে অভিযোগগুলো উঠছে, তার বেশিরভাগই ভিত্তিহীন এবং প্রোপাগান্ডা।’’ তিনি ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে সঠিক তথ্য অনুসন্ধানের আহ্বান জানান।

ড. ইউনূসের বক্তব্যে দেশের ভঙ্গুর পরিস্থিতি পুনর্গঠন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার প্রতিশ্রুতি স্পষ্ট।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com