বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতির অস্তিত্বের প্রশ্নে’ সবাইকে একজোট হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

জাতির অস্তিত্বের প্রশ্নে’ সবাইকে একজোট হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

বাংলাদেশের গণঅভ্যুত্থান নিয়ে কিছু দেশের নেতিবাচক মনোভাবের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘‘যারা এ অভ্যুত্থানকে পছন্দ করেনি, তারা এটিকে ভয়াবহ ঘটনা হিসেবে চিত্রিত করার চেষ্টা করছে।’’

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, ‘‘ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, তা অনেকের পছন্দ নয়। তাদের অপপ্রচেষ্টা শুধু দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছে। জাতির অস্তিত্ব রক্ষার প্রশ্নে রাজনৈতিক মতাদর্শ পাশে রেখে সবাইকে একজোট হতে হবে।’’

তিনি আরও বলেন, ‘‘গণঅভ্যুত্থানের বিজয় যাদের পছন্দ নয়, তারা এটি মুছে দিতে চায়। তাদের মতে, আমাদের দেশে ‘ভয়ঙ্কর ঘটনা’ ঘটেছে, যা থেকে ‘মুক্তি’ দরকার। তাদের প্রচেষ্টা মিথ্যা প্রমাণ করে সত্যকে প্রতিষ্ঠিত করতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।’’

ড. ইউনূস সতর্ক করেন, ‘‘তাদের শক্তি অনেক বেশি। অর্থ, প্রভাব, এবং প্রলোভনের মাধ্যমে তারা জনমনে সংশয় সৃষ্টি করতে চায়। আমাদের স্বাধিকার ও গণঅভ্যুত্থানের অর্জনকে রক্ষা করতে একসঙ্গে কাজ করতে হবে।’’

ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল ৪টায় অনুষ্ঠিত বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, এবং আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ জামায়াত, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, খেলাফত মজলিস, এবং অন্যান্য দল ও সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।

এর আগে, মঙ্গলবার (৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা যমুনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৃহস্পতিবার তিনি ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন।

প্রেস সচিব জানান, এসব বৈঠকের মূল উদ্দেশ্য হলো সাম্প্রতিক পরিস্থিতিতে জাতীয় ঐক্য গড়ে তোলা এবং অভ্যুত্থানের অর্জনকে টিকিয়ে রাখা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com