বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সব রাজনৈতিক দলের ঐকমত্য

দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সব রাজনৈতিক দলের ঐকমত্য

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে সব রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে এ বিষয়ে তাকে আশ্বস্ত করা হয়।

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গণমাধ্যমকে জানান, বৈঠকে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও পতাকা অবমাননার বিষয়ে আলোচনা হয়েছে। এ প্রসঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে করণীয় নির্ধারণে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

বৈঠকে নেতারা প্রধান উপদেষ্টার কাছে দ্রুত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচনের আয়োজনের তাগিদ দেন। তারা উল্লেখ করেন, রাষ্ট্রীয় বিভিন্ন সেবার ক্ষেত্রে সুষ্ঠু কার্যক্রম দেখা যাচ্ছে না এবং এটি সমাধানে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে।

বৈঠকে আরও কিছু প্রস্তাব তুলে ধরা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য: বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলোতে নিযুক্ত রাষ্ট্রদূতদের বিষয়ে পুনর্বিবেচনা। সংখ্যালঘুদের সুরক্ষায় একটি জাতীয় কমিশন গঠন।
প্রোপাগান্ডা প্রতিরোধে একটি পাবলিক রিলেশন সেল গঠন, যা বাংলা ও ইংরেজি উভয় ভাষায় কার্যকরভাবে তথ্য প্রকাশ করবে।
ব্যারিস্টার ফুয়াদ জানান, সব দলের ঐকমত্যে প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করা হয়েছে যে, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাই একসঙ্গে কাজ করবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com