বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:১৯ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ভারতের তেলেঙ্গানা রাজ্যে বুধবার (৪ ডিসেম্বর) সকালে ৫.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় সকাল ৭টা ২৭ মিনিটে মুলুগু জেলায় এ ভূমিকম্প হয় বলে জানিয়েছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
রিখটার স্কেলে ৫.৩, কেন্দ্রস্থল: মুলুগু জেলা, মাটি থেকে ৪০ কিলোমিটার গভীরে, হায়দরাবাদ, মুলুগু এবং পার্শ্ববর্তী জেলা তেলেঙ্গানার হায়দরাবাদসহ বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। স্থানীয়রা সামাজিক মাধ্যমে ভূমিকম্পের মুহূর্তের ভিডিও ও অভিজ্ঞতা শেয়ার করছেন।
‘তেলেঙ্গানা ওয়েদারম্যান’ নামে এক সামাজিক মাধ্যম ব্যবহারকারী জানিয়েছেন, এটি গত ২০ বছরে তেলেঙ্গানায় অনুভূত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্পটি গোদাবরী নদীর তলদেশেও প্রভাব ফেলেছে।
তেলেঙ্গানা সিসমিক জোন-২ এর অন্তর্গত, যা সর্বনিম্ন ঝুঁকিপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। ভারতে সিসমিক জোনগুলো চার ভাগে ভাগ করা হয়েছে:
জোন-২: সর্বনিম্ন ঝুঁকিপ্রবণ, জোন-৩, ৪, ৫: ক্রমশ ঝুঁকি বাড়তে থাকে, জোন-৬: সর্বোচ্চ ঝুঁকিপ্রবণ, তেলেঙ্গানা সাধারণত কম্পন ঝুঁকির বাইরে থাকলেও, এই ধরনের ভূমিকম্প ভূতাত্ত্বিক পরিবর্তনের ইঙ্গিত হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।