বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
ভারতের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে রাজনীতি প্রবেশ করবে না: অর্থ উপদেষ্টা

ভারতের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে রাজনীতি প্রবেশ করবে না: অর্থ উপদেষ্টা

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ভারতের সঙ্গে বাণিজ্য ইস্যুতে রাজনীতি কোনোভাবেই প্রবেশ করবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে করা এক প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, “একেবারে যে স্থিতিশীল না, তা বলব না। তবে জিনিসপত্রের দাম কিছুটা কমছে। আজ আমরা চাল ও মসুর ডাল আমদানির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি।”

সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে তিনি জানান, “এর দাম অনেক বেড়ে গেছে। কীভাবে এটি কমানো যায়, সে বিষয়ে আমরা আলোচনা করেছি। আমদানি হচ্ছে, আর সমস্ত শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে। তবে জনগণকে কিছুটা ধৈর্য ধরতে হবে।”

ভারতের সঙ্গে বাণিজ্যে রাজনীতি প্রবেশের সম্ভাবনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ভারতের সঙ্গে বাণিজ্যিক বিষয়ে রাজনীতি আসছে না। চাল আমদানি করতে হবে কি না, তা মূলত দাম এবং মানের ওপর নির্ভর করে। ভারত, মিয়ানমার, বা ভিয়েতনাম—যেখান থেকে প্রয়োজন হবে, সেখান থেকেই আনা হবে।”

পশ্চিমবঙ্গের একজন রাজনীতিবিদের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এটি কূটনৈতিকরা দেখবেন। ভারত অতিরিক্ত উৎপাদিত চাল ও পেঁয়াজ কোথায় রপ্তানি করবে, সেটি তাদের বিষয়।”

বাজারে পাঁচ লিটার বোতলের সয়াবিন তেল সঠিকভাবে পাওয়া যাচ্ছে না—এমন তথ্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, “এ বিষয়ে কিছু সমস্যা আছে। সয়াবিনের দাম আন্তর্জাতিক বাজারে অনেক বেড়ে গেছে।”

সিন্ডিকেট নিয়ে প্রশ্নের উত্তরে সালেহউদ্দিন আহমেদ বলেন, “সিন্ডিকেট তো এক জায়গায় নেই। চাঁদাবাজি, পরিবহন, এবং রাজনৈতিক সিন্ডিকেট রয়েছে। রাজনৈতিক সমঝোতা খুব কঠিন, কিন্তু চাঁদাবাজির সমঝোতা সহজ।”

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে স্বস্তি থাকবে কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি আশ্বাস দিয়ে বলেন, “হ্যাঁ, থাকবে। খেজুরের এলসি করা হয়েছে, যথাসময়ে চলে আসবে।”

সবকিছুর ওপর ট্যাক্স কমানোর পরও বাজারে তার প্রভাব দেখা যাচ্ছে না কেন—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এটি আমার জন্যও চিন্তার বিষয়। প্রায় সবকিছু জিরো ট্যাক্স করে দিয়েছি।”

 

 

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com