বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশ, সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক

দেশ, সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতারা একত্রিত হয়ে সাম্প্রতিক বাংলাদেশ বিরোধী অপপ্রচার এবং অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে ভারতের বাংলাদেশ হাইকমিশনে হামলা, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং অপপ্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল গণমাধ্যমকে জানান, বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় ভূমিকা, বিদেশি সাংবাদিকদের সম্পৃক্ত করা এবং ভারতের সঙ্গে অতীতে স্বাক্ষরিত চুক্তিগুলো প্রকাশের প্রস্তাব উত্থাপিত হয়। নেতারা রামপালসহ ক্ষতিকর প্রকল্প বাতিল এবং ভারতের সাংস্কৃতিক আধিপত্য ও অর্থনৈতিক নিপীড়নের বিরুদ্ধে অবস্থান নেন।

তিনি বলেন, “আমরা আর নতজানু বা দুর্বল নই। যেকোনো অপপ্রচার মোকাবিলায় সবাই ঐক্যবদ্ধ। দেশের সার্বভৌমত্ব এবং স্বার্থ রক্ষায় আমরা সর্বদা প্রস্তুত।”

বৈঠকে অংশগ্রহণকারী নেতারা একটি জাতীয় সমাবেশ এবং নিরাপত্তা কাউন্সিল গঠনের প্রস্তাব করেন। দেশের ঐক্য অটুট রাখার অঙ্গীকার ব্যক্ত করে তারা বলেন, “দেশ, সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা কেউ বিভক্ত নই।”

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, জামায়াতে ইসলামীর শফিকুর রহমান, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের নুরুল হক নুরসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com