বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৬ পূর্বাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) অধীনে বিসিএস পরীক্ষার আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি, বিসিএসের লিখিত পরীক্ষা শেষে ভাইভার জন্য ২০০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বর নির্ধারণ করার সিদ্ধান্ত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) সচিব কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বৈঠক শেষে জানানো হয়, সরকারি, আধা-সরকারি, ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানে চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে বিসিএস ভাইভা ২০০ নম্বরের জায়গায় ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করা হয়েছে।