বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
নাগরিক নিরাপত্তায় সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র

নাগরিক নিরাপত্তায় সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র

আর্ন্তজাতিক ডেস্ক ।। নেত্রকোণার আলো ডটকম:
বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের নেওয়া অব্যাহত পদক্ষেপগুলোকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৩ ডিসেম্বর) স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ কথা জানায়।

বুধবার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে ভয়েস অব আমেরিকা বাংলা এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছে করা প্রশ্নের উত্তরে ই-মেইলের মাধ্যমে দেওয়া জবাবে দপ্তরের মুখপাত্র বলেন, “আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের ওপর সহিংসতা এবং অসহিষ্ণুতার যেকোনো ঘটনার নিন্দা জানাই। বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপগুলোর প্রশংসা করি।”

ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার, এবং শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠন করার অধিকারকে মৌলিক স্বাধীনতা হিসেবে উল্লেখ করে যুক্তরাষ্ট্র জানিয়েছে, এসব বিষয়ে তারা নিয়মিতভাবে বাংলাদেশের সরকারসহ তাদের অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখছে।

ইসকনকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা এবং চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না পাওয়া প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, “বাংলাদেশের আইন ও সংবিধান অনুযায়ী এসব ইস্যু সমাধানের দায়িত্ব বাংলাদেশ সরকারের।”

বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনা নিয়ে আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে প্রশ্ন করা হলে স্টেট ডিপার্টমেন্ট জানায়, “বাংলাদেশ ও ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত মূল্যবান। তাদের কূটনৈতিক সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি তাদের নিজ নিজ সরকারের ওপর ছেড়ে দিয়েছি।”

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com