বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
সাবেক ৪ মন্ত্রীসহ ৯ জন নতুন মামলায় গ্রেপ্তার

সাবেক ৪ মন্ত্রীসহ ৯ জন নতুন মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোণার আলো ডটকম:

রাজধানীর তিন থানায় পৃথক পাঁচ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ মোট ৯ জনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

গ্রেপ্তার দেখানো অন্যান্য ব্যক্তিরা হলেন: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান নজীবুর রহমান, সাবেক সংসদ সদস্য সাদেক খান, আওয়ামী লীগ নেতা মোস্তফা জামাল ও রোকেয়া জামান, এবং পুলিশ কনস্টেবল শোয়াইবুর রহমান।

বুধবার (৪ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ এ আদেশ দেন। এর আগে, তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।

মোহাম্মদপুর থানার মামলায় ২০১৫ সালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় আনিসুল হক, জুনাইদ আহমেদ পলক এবং সাদেক খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শাহবাগ থানার পৃথক মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিএনপি কর্মী মকবুল হত্যার ঘটনায় দায়ের করা মামলায় নজিবুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। যুবদল নেতা শামীম হত্যার মামলায় আওয়ামী লীগ নেতা মোস্তফা জামাল এবং রোকেয়া জামানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পল্টন থানাধীন রমজান মিয়া জীবন হত্যা মামলায় পুলিশ কনস্টেবল শোয়াইবুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com