বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ইউক্রেন যুদ্ধে ইতি টানার জন্য এখনো কোনো আলোচনা শুরু করার উপযুক্ত পটভূমি তৈরি হয়নি বলে জানিয়েছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য জয়কে কেন্দ্র করে যুদ্ধের সমাপ্তি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হলেও, রাশিয়া এমন বার্তা দিয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার (৪ ডিসেম্বর) জানিয়েছেন, অনেক দেশ তাদের আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে, যা প্রশংসনীয়। তিনি কাতারের উদাহরণ দিয়ে বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটি বিশেষ করে ইউক্রেনীয় শিশুদের রাশিয়া থেকে ফিরিয়ে আনার মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের স্পিকার ভ্যালেন্টিনা মাতভিয়েঙ্কো জানিয়েছেন, ২০২৫ সালে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা শুরু হতে পারে। তবে এই মুহূর্তে আলোচনার সম্ভাবনা নেই।
রয়টার্সের মতে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা করার জন্য প্রস্তুত। তবে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা না করার বিষয়ে রাশিয়া দৃঢ় অবস্থানে রয়েছে।
ক্রেমলিন দাবি করেছে, যতক্ষণ না ইউক্রেন ন্যাটোতে যোগ দেওয়ার পরিকল্পনা বাদ দেয় এবং রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে, ততক্ষণ আলোচনা অসম্ভব।
কিয়েভ জানিয়েছে, তারা ন্যাটো সদস্যপদ ছাড়া কোনো নিরাপত্তা সমাধান গ্রহণ করবে না। তারা তাদের ভূখণ্ডে কোনো ধরনের ছাড় দিতেও প্রস্তুত নয়।
রুশ বাহিনী বর্তমানে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে এবং যুদ্ধের শুরু থেকে তারা দ্রুত অগ্রসর হয়েছে। যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাতের রেখা নির্ধারণে রাশিয়া আগ্রহী হলেও ইউক্রেনের ন্যাটো সংক্রান্ত নীতির কারণে উত্তেজনা অব্যাহত রয়েছে।