মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন

মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করলেন ট্রাম্প

মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করলেন ট্রাম্প

আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সিনেটর মার্কো রুবিওকে পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারি মাসে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ফ্লোরিডায় জন্ম নেওয়া এই রাজনীতিবিদ আমেরিকার প্রথম লাতিনো শীর্ষ কূটনীতিক হিসেবে নিযুক্ত হবেন। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে মঙ্গলবার (১২ নভেম্বর) এই তথ্য জানানো হয়েছে।

ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রীর সংক্ষিপ্ত তালিকায় সবচেয়ে কঠোর পররাষ্ট্রনীতি সমর্থনকারী প্রার্থী হিসেবে বিবেচিত রুবিও দীর্ঘদিন ধরে চীন, ইরান, এবং কিউবার বিষয়ে শক্ত অবস্থান নিয়েছেন। সম্প্রতি, তিনি নিজের দৃষ্টিভঙ্গিকে ট্রাম্পের পররাষ্ট্রনীতির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সামঞ্জস্য করেছেন, যেখানে ট্রাম্প অতীতের ব্যয়বহুল যুদ্ধ এড়িয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে সংযমের ওপর জোর দিচ্ছেন।

নবনির্বাচিত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর রুবিওর জন্য ইউক্রেন সংকট একটি বড় চ্যালেঞ্জ হবে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রুবিও বলেছেন, ইউক্রেনের উচিত রাশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা। রাশিয়ার পক্ষে না থাকলেও তিনি ইউক্রেন যুদ্ধের সমাধানে আলোচনার ওপর গুরুত্ব দেন।

মার্কো রুবিওর পরিবার কিউবা থেকে যুক্তরাষ্ট্রে এসেছিল, এবং তিনি কিউবা সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের ঘোরবিরোধী। ট্রাম্পও এই অবস্থানকে সমর্থন করেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com