বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:১০ পূর্বাহ্ন
আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে অন্তত ছয়জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বুধবার (১৩ নভেম্বর) দক্ষিণ লেবাননে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী একটি ভবনে আঘাত করে, যা তারা আগে বোমা হামলার মাধ্যমে ধ্বংস করেছে বলে মনে করেছিল। তবে সেখানে প্রবেশের পর হিজবুল্লাহ যোদ্ধাদের মুখোমুখি হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এসময় ছয়জন সেনা নিহত হয়।
এর আগে, হিজবুল্লাহ দাবি করে যে গত সেপ্টেম্বর থেকে লেবাননে তাদের বিরুদ্ধে আক্রমণ বৃদ্ধি পাওয়ার পর থেকে অন্তত ১০০ জন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে এবং আরও এক হাজার ইসরায়েলি সেনাকে আহত করেছে। তবে হিজবুল্লাহ তাদের নিহত যোদ্ধাদের সংখ্যা বা সঠিক বিবরণ প্রকাশ করেনি।
এ বিষয়ে ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক ব্রেট হোলমগ্রেন বলেছেন, মার্কিন মূল্যায়ন অনুযায়ী হিজবুল্লাহর সামরিক সক্ষমতা কিছুটা কমে এসেছে, তবে ইসরায়েল সীমান্তে তাদের স্থল বাহিনী এখনো কার্যকর অবস্থানে রয়েছে। তিনি আরও জানান, হিজবুল্লাহর বিদেশে হামলা চালানোর ক্ষমতাও রয়ে গেছে।