শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:১২ অপরাহ্ন

ইসকন নিষিদ্ধের দাবি হেফাজতে ইসলামের

ইসকন নিষিদ্ধের দাবি হেফাজতে ইসলামের

নিজেস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

ইসকনকে (আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ) নিষিদ্ধ করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। শুক্রবার (৮ নভেম্বর) চট্টগ্রামের আন্দরকিল্লা শাহি জামে মসজিদ চত্বরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানায় সংগঠনটি।

সমাবেশে হেফাজতের নেতারা চট্টগ্রামের হাজারী গলিতে ওসমান নামের এক ব্যবসায়ীর দোকানে হামলা এবং যৌথ বাহিনীর সদস্যদের ওপর হামলা ও এসিড নিক্ষেপের ঘটনার নিন্দা জানান। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনারও দাবি জানানো হয়।

সমাবেশে নেতারা বলেন, ইসকন সনাতন ধর্মের কোনো সংগঠন নয় এবং বিশ্বের বিভিন্ন দেশে এটি ইতোমধ্যে নিষিদ্ধ হয়েছে। তাই বাংলাদেশেও ইসকন নিষিদ্ধ করার দাবি জানান তারা। একই সঙ্গে হুশিয়ারি উচ্চারণ করে নেতারা বলেন, ইসকন নিষিদ্ধ না করা হলে হেফাজতের পক্ষ থেকে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

বক্তারা আরও বলেন, “আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে ঐক্য আমরা গড়ে তুলেছি, তা ধরে রাখা। কোনো উসকানিতে এই ঐক্য যেন বিনষ্ট না হয়। এখানে ভেতর ও বাইরের ষড়যন্ত্র চলছে।”

সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির ও চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম। সঞ্চালনা করেন মহানগর হেফাজতের নেতা মাওলানা ইকবাল খলিল। এছাড়া বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মাওলানা ফয়সাল তাজ, কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মাওলানা সায়েম উল্লাহ, এবং কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com