বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:১৫ পূর্বাহ্ন

হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির দাবিতে ইসরাইলে বিক্ষোভ

হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির দাবিতে ইসরাইলে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
হামাসের কাছে বন্দি ইসরাইলিদের মুক্তি চেয়ে শনিবার ইসরাইলে তীব্র বিক্ষোভ হয়েছে। গতকাল হামাসের হাতে বন্দি হওয়ার ৪০০তম দিন পূর্ণ হয়েছে, এই উপলক্ষে বন্দি মুক্তির চুক্তি নিশ্চিত করার দাবিতে স্বজনরা রাস্তায় নেমে আসেন। তাদের মতে, বন্দি বিনিময় চুক্তি ছাড়া প্রিয়জনদের ফিরে পাওয়ার কোনো পথ নেই।
রোববার (১০ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলায় ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার পর থেকে বেশ কয়েকজন ইসরাইলি বেসামরিক ও সৈন্য গাজায় বন্দি। বন্দিদের অনেকেই গাজায় সংঘর্ষ ও অবরোধের কারণে কঠিন পরিস্থিতিতে আছেন। এ অবস্থায় ইসরাইলি বিমান হামলা ও সামরিক অভিযানের জবাবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
বন্দিদের স্বজনদের জন্য ৪০০তম দিনটি একদিকে হতাশা ও অন্যদিকে আবেগের। বিক্ষোভকারীরা কূটনৈতিক ও সামরিক উপায়ে তাদের প্রিয়জনদের মুক্তির আহ্বান জানিয়েছেন এবং সরকারের পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করেছেন।
বন্দি বিনিময় নিয়ে ইসরাইলি সরকার এখন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে। একদিকে জনসাধারণের চুক্তির আহ্বান এবং অন্যদিকে নিরাপত্তা ও রাজনৈতিক জটিলতার কারণে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য পরিস্থিতি মোকাবেলা করা কঠিন হয়ে উঠেছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com