বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে যা বলল ভারত

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে যা বলল ভারত

আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণার আরো ডটকম:
হিন্দু সম্প্রদায়ের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারির গ্রেপ্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। আজ মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই উদ্বেগ প্রকাশ করে। তারা জানায়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও জামিন প্রত্যাখ্যান লক্ষ্য করেছি।তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র।’ ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

তার গ্রেপ্তার নিয়ে ভারত জানিয়েছে, বাংলাদেশে হিন্দু সম্প্রদায় ও অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর ওপর উগ্রপন্থীরা হামলা চালানোর পর শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনা ঘটল। এ ছাড়া সংখ্যালঘুদের বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওপর হামলার একাধিক ঘটনা ঘটেছে। এটা দুঃখজনক যে এই ঘটনায় যারা জড়িত তারা স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে আর যিনি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ন্যায্য দাবির আওয়াজ তুলছেন তার বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে।

ধর্মীয় নেতার মুক্তির দাবিতে জড়ো হওয়া হিন্দুদের ওপর হামলার ঘটনাতেও উদ্বেগ প্রকাশ করেছে ভারত। তারা বলছেন. ‘আমরা বাংলাদেশ কর্তৃপক্ষকে অনুরোধ করছি তারা যেন হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করে। তারা যেন শান্তিপূর্ণভাবে মত প্রকাশ ও সমাবেশ করতে পারে।’

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com