বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১১:৩৬ পূর্বাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম মন্তব্য করেছেন, অনেক মিত্রই আজ হঠকারিতার মাধ্যমে জাতিকে ক্ষতিগ্রস্ত করছে। সোমবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
মাহফুজ আলম বলেন, “আমরা আমাদের ব্যর্থতা স্বীকার করি, শিখি এবং ব্যর্থতা কাটানোর চেষ্টা করি। কিন্তু হঠকারিতা এবং ছাত্রদের অন্যায্যতার দিকে ঠেলে দেওয়া জাতির জন্য ক্ষতিকর।”
মাহফুজ আলম তার পোস্টে ‘গণ অভ্যুত্থান ও ছাত্র-তরুণ বিরোধী শক্তি’ নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের পরের ইতিহাসে মুক্তিযোদ্ধাদের একে অপরকে দিয়ে হত্যা করানো বাংলাদেশের পিছিয়ে পড়ার অন্যতম কারণ। তিনি এই ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বর্তমান আন্দোলনে ছাত্র-তরুণদের বিভাজন এবং ভিলিফিকেশনের নিন্দা জানান।
তিনি উল্লেখ করেন, “গত তিন মাসে ছাত্র আন্দোলনকে লক্ষ্য করে একটি দেশি-বিদেশি শক্তি বিভেদ ও বিরোধ সৃষ্টির চেষ্টা করেছে। ছাত্রদের সম্মানজনকভাবে ডিল করার পরিবর্তে তাদের শত্রু হিসেবে দেখা হয়েছে।”
মাহফুজ আলম তার স্ট্যাটাসে দাবি করেন, বিদেশি শক্তি কখনোই বাংলাদেশের জনগণকে পদানত করতে পারবে না। তবে অভ্যন্তরীণ কিছু গোলামী মানসিকতার গাদ্দার এবং হঠকারী শক্তি দেশকে অস্থিতিশীল করতে সক্ষম। তিনি হুঁশিয়ারি দেন, ছাত্রদের সংঘাতের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা এবং প্রশাসনিক ব্যর্থতা যারা ঘটিয়েছে, তারা একদিন প্রকাশিত হবে।
তিনি বলেন, “ছাত্রদের মধ্যে বিভেদ সৃষ্টি এবং অভ্যুত্থানের শক্তিকে প্রতিক্রিয়াশীল করার চেষ্টা ব্যর্থ হবে। আমরা ৫ আগস্টের ঐক্যের মতো একটি দীর্ঘস্থায়ী মুক্তির সুযোগ তৈরির দিকে এগিয়ে যাচ্ছি।”
স্ট্যাটাসে মাহফুজ আলম বলেন, “অনেক মিত্রই আজ হঠকারীর ভূমিকায়। তাদের উন্মত্ততা এবং উসকানিমূলক কর্মকাণ্ড জাতিকে বিভ্রান্ত করছে। তবে আমরা শিখছি এবং সবার সঙ্গে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চেষ্টা করছি।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে সাংগঠনিক ঐক্য দীর্ঘস্থায়ী মুক্তি এবং জাতীয় উন্নয়নের পথ তৈরি করবে। তিনি বলেন, “আমাদের লক্ষ্য অভ্যুত্থানের শক্তিকে সঠিক পথে ধরে রাখা এবং একটি অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ নির্মাণ।”
মাহফুজ আলমের এই বক্তব্য চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে ছাত্র আন্দোলনের শক্তিকে ঐক্যবদ্ধ রাখার আহ্বান হিসেবে দেখা হচ্ছে।