বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:৫২ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশা প্রকাশ করেছেন যে, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করলে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে।
জেলেনস্কি জানান, ট্রাম্পের সঙ্গে তার সাম্প্রতিক ফোনালাপে যুদ্ধ বন্ধের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। তবে রাশিয়ার সঙ্গে ট্রাম্পের সরাসরি কোনো আলোচনা হয়েছে কিনা, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। জেলেনস্কি বলেন, “আমাদের অবস্থানের বিরুদ্ধে যায় এমন কোনো কথা আমি শুনিনি।”
উল্লেখ্য, ট্রাম্প তার নির্বাচনী প্রচারে ইউক্রেনের জন্য মার্কিন কোটি কোটি ডলারের সাহায্যকে সমালোচনা করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিনি প্রেসিডেন্ট হলে দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ বন্ধ করবেন। তবে তিনি কীভাবে এই লক্ষ্য অর্জন করবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
রাশিয়া ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে, যা এখনো চলমান। ইউক্রেনের আশঙ্কা, যুদ্ধের ফলে মার্কিন সহায়তা বন্ধ হতে পারে অথবা রাশিয়াকে কিছু ভূখণ্ড ছাড়তে বাধ্য করা হতে পারে।
যদিও ট্রাম্পের প্রতিশ্রুতি এবং জেলেনস্কির আশাবাদ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে, এই যুদ্ধের ভবিষ্যৎ সমাধান কীভাবে এবং কত দ্রুত সম্ভব হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।