বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:৪৯ অপরাহ্ন

ঐতিহ্য পুনরুদ্ধারের লক্ষ্যে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া

ঐতিহ্য পুনরুদ্ধারের লক্ষ্যে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

আগামীকাল শুক্রবার (২২ নভেম্বর) শুরু হচ্ছে বর্ডার-গাভাস্কার ট্রফি। তিন দশক পর প্রথমবারের মতো পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দুই দল। এই সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতকে ৪-০ ব্যবধানে সিরিজ জিততে হবে ফাইনালে জায়গা নিশ্চিত করতে। অন্যদিকে, অস্ট্রেলিয়ার জন্য সিরিজ জয়ই যথেষ্ট।

২০১৪-১৫ মৌসুমের পর ভারতের বিপক্ষে কখনো সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া। তাই সিরিজটিকে নিজেদের ঐতিহ্য পুনরুদ্ধারের সুযোগ হিসেবে দেখছে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল।

অস্ট্রেলিয়ার জন্য এই সিরিজ একটি মানসম্মানের লড়াই। অভিজ্ঞ লায়ন, স্মিথ, হ্যাজেলউড এবং স্টার্ক ছাড়া দলের কারোরই ভারতের বিপক্ষে সিরিজ জয়ের অভিজ্ঞতা নেই। অধিনায়ক প্যাট কামিন্স বলেন, “আমরা সবসময় নিজেদের ওপর বিশ্বাস রাখি। অতীতে যা হয়েছে, তা নিয়ে ভাবছি না। এবার সেরাটা দিতে প্রস্তুত।”

অন্যদিকে, ভারত এই সিরিজে মাঠে নামছে নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে হোয়াইটওয়াশ এবং অজিদের বিপক্ষে টানা দুই আইসিসি ফাইনালে হারার হতাশা নিয়ে। তবে অধিনায়ক জাসপ্রীত বুমরাহ জানিয়েছেন, “আমরা অতীত নিয়ে ভাবছি না। নিউজিল্যান্ড সিরিজ থেকে শিখেছি, তবে ভারতে কোনো বোঝা নিয়ে আসিনি।”

অস্ট্রেলিয়ার পার্থ ভেন্যুটি তাদের জন্য এক শক্ত ঘাঁটি। এই বাউন্সি পিচে কখনো হারেনি স্বাগতিকরা। চার পেসার এবং একমাত্র স্পিনার হিসেবে নাথান লায়ন নিয়ে খেলতে পারে অস্ট্রেলিয়া। এ ম্যাচে অভিষেক হচ্ছে ব্যাটার নাথান ম্যাকসোয়াইনির, যিনি স্কোয়াডের একমাত্র ত্রিশের নিচে বয়সী ক্রিকেটার।

ভারতের জন্য বড় চ্যালেঞ্জ বিরাট কোহলির অফফর্ম। ইনজুরিতে রোহিত শর্মা ও শুভমান গিলের অনুপস্থিতিও দলের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে।

পার্থের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা আছে, যা ম্যাচের গতি প্রভাবিত করতে পারে। তবে ফাইনালে জায়গা নিশ্চিত করতে ৪-০ ব্যবধানে জিততেই হবে ভারতকে। তুলনামূলকভাবে অস্ট্রেলিয়ার জন্য সমীকরণ অনেক সহজ।

অ্যাশেজের মতোই বর্ডার-গাভাস্কার ট্রফি এবার রোমাঞ্চের আরেক অধ্যায় হতে চলেছে। ঐতিহ্য পুনরুদ্ধার করতে মরিয়া অস্ট্রেলিয়া এবং ভারত নিজের মর্যাদা ধরে রাখতে লড়াই করবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com