বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:৪০ অপরাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
প্রবীণ সাংবাদিক শফিক রেহমান ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে আলোকচিত্রী শহিদুল আলমকে নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) আদালতে জামিন পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ আহ্বান জানান।
শফিক রেহমান বলেন,”ড. ইউনূসকে কাজ করার সুযোগ দিন। ১৫ বছরের জঞ্জাল ১৫ দিনে যাবে না। শহিদুল আলমকে উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন।”
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে এবং সাবেক তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে মন্তব্য করতে অনীহা প্রকাশ করেন শফিক রেহমান। জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনার মামলায় জামিন পাওয়ার পর তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, “অপহরণ ও হত্যার অভিযোগে করা মিথ্যা মামলা থেকে আমাকে অব্যাহতি দিতে হবে। একইসঙ্গে বিএনপির যে নেতাকর্মীরা জেলে আছেন, তাদেরও এক ঘোষণায় মুক্তি দিতে হবে।”
২০১৫ সালের পল্টন থানায় জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় ২০১৬ সালে শফিক রেহমান গ্রেপ্তার হন এবং পাঁচ মাস কারাগারে থাকেন। পরে তিনি জামিনে মুক্তি পান। ২০২৩ সালের ১৭ আগস্ট তাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তার সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়।
৩০ সেপ্টেম্বর শফিক রেহমানের বিরুদ্ধে থাকা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেন আদালত। এরপর তিনি আদালতে আত্মসমর্পণ করে আপিল দায়েরের শর্তে এই সাজা স্থগিত রাখার অনুমতি পান।
শেখ হাসিনা সরকারের পতনের পর ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। শফিক রেহমান এই সরকারের প্রতি তার সমর্থন প্রকাশ করেছেন এবং শহিদুল আলমকে উপদেষ্টা করার প্রস্তাব দিয়ে সরকারকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।
এই মন্তব্যের ফলে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে।