বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৪৮ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে আদানির বিরুদ্ধে ঘুষ-প্রতারণার মামলা

যুক্তরাষ্ট্রে আদানির বিরুদ্ধে ঘুষ-প্রতারণার মামলা

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। তাকে ২৫ কোটি মার্কিন ডলার ঘুষ দেওয়ার মাধ্যমে সরকারি চুক্তি আদায়ের এবং বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এ মামলার খবরটি নিশ্চিত করেছে বিবিসি ও রয়টার্স।

গৌতম আদানি এবং তার সহযোগীরা গ্রিন এনার্জি প্রকল্পের কাজ পাওয়ার জন্য ভারতীয় সরকারি কর্মকর্তাদের বিশাল অঙ্কের ঘুষ দিয়েছেন।
বিনিয়োগকারীদের কাছে ঘুষের বিষয়টি গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেছেন।
যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক বাজার থেকে বিনিয়োগের জন্য প্রতারণার আশ্রয় নিয়েছেন।

মামলায় গৌতম আদানি ছাড়াও আরও সাতজন অভিযুক্ত হয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য:

গৌতম আদানির আত্মীয় ভিনেত এস জেইন: আদানি গ্রিন এনার্জির সাবেক সিইও
এছাড়া, গৌতম আদানি এবং সাগর আদানির বিরুদ্ধে ইতোমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মার্কিন অ্যাটর্নি ব্রায়ান পিস বলেন, “গৌতম আদানি এবং তার সহযোগীরা ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়ে চুক্তি নিশ্চিত করেছেন। বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার মাধ্যমে এই স্কিম চালিয়েছেন।”

এ বিষয়ে আদানি গ্রুপ কোনো মন্তব্য করেনি। তবে সাম্প্রতিক সময়ে আদানি গ্রুপ একাধিক বিতর্কের সম্মুখীন হয়েছে, যার মধ্যে হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদন অন্যতম।

গৌতম আদানি ভারতের শীর্ষ ধনীদের একজন। তার মালিকানাধীন আদানি গ্রুপের ব্যবসা সমুদ্রবন্দর, বিমানবন্দর, নবায়নযোগ্য জ্বালানি এবং আরও বিভিন্ন খাতে বিস্তৃত। তার মোট সম্পদের পরিমাণ ৮,৫০০ কোটি ডলারের বেশি।

এই মামলাটি আদানি গ্রুপের ওপর আরও আন্তর্জাতিক চাপ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com