বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:২০ অপরাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বরাতে ছড়ানো একটি দাবি সম্পূর্ণ মিথ্যা। বার্তা সংস্থা এএফপি নিশ্চিত করেছে যে, ট্রাম্প কখনো শেখ হাসিনা বা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করেননি।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি পোস্টে দাবি করা হয়, ট্রাম্প পিবিডি পডকাস্টে বলেছেন, “শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী।” কিন্তু আসল সাক্ষাৎকারটি পর্যালোচনা করে দেখা গেছে, সেখানে এমন কোনো বক্তব্য নেই।মিথ্যা খবরটি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে জড়িত। শেখ হাসিনার সরকারের পতনের পর এমন একটি দাবি উঠে আসে যে, তিনি পদত্যাগ করেননি, তাই এখনও প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত।
সোশ্যাল মিডিয়ার পোস্টগুলিতে ট্রাম্পের পডকাস্টের ছবি ব্যবহার করে লেখা হয়েছে, “শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী”, যা পুরোপুরি ভুয়া। পডকাস্টের আসল বিষয়বস্তু ছিল আমেরিকার অভ্যন্তরীণ নীতি, ওবামা প্রশাসন, এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে।
সাক্ষাৎকারের ভিডিও পর্যালোচনা করে এএফপি নিশ্চিত করে, পডকাস্টে বাংলাদেশ বা শেখ হাসিনার প্রসঙ্গই আসেনি। এমনকি ট্রাম্প এ বিষয়ে অন্য কোনো সাক্ষাৎকার বা মন্তব্যও করেননি।
এদিকে, ৩১ অক্টোবর, ২০২৩-এ ট্রাম্প তার ভেরিফায়েড এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সহিংসতা নিয়ে একটি পোস্ট দেন। তবে, সেই পোস্টেও শেখ হাসিনা বা তার সরকারের নাম উল্লেখ করা হয়নি।
বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন, এগুলো বিভ্রান্তি তৈরি করতে এবং জনমনে সংশয় বাড়াতে পারে।
সংবাদ মাধ্যম এবং ব্যবহারকারীদের উচিত ভুয়া খবর ছড়ানো থেকে বিরত থাকা। যেকোনো তথ্য শেয়ার করার আগে তা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশ্বব্যাপী সংবাদ মাধ্যমগুলোর দায়িত্ব সঠিক তথ্য যাচাই করে জনগণের সামনে তুলে ধরা। ভুল তথ্য ছড়িয়ে পড়লে তা শুধু বিভ্রান্তি নয়, সামাজিক অস্থিরতাও সৃষ্টি করতে পারে।