মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত তার রূপ, অভিনয় ও নাচ দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন যুগের পর যুগ। এক দশকের বেশি আগে মুক্তিপ্রাপ্ত ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার আইটেম গান ‘ঘাগরা’-য় রণবীর কাপুরের সঙ্গে তার পারফর্মেন্স ভোলার মতো নয়।
সম্প্রতি, পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ৫৭ বছর বয়সী মাধুরী সেই গানের শুটিংয়ের স্মৃতিচারণ করেন। রণবীর কাপুর সম্পর্কে মজার ছলে বলেন, “সে খুব দুষ্টু লোক। তবে আবার খুবই শান্ত প্রকৃতিরও। শুটিংয়ের সময় প্রচুর মজা হয়েছিল।”
মাধুরী আরও বলেন, “গানটি করতে গিয়ে অসাধারণ অভিজ্ঞতা হয়েছিল। গানটির চমৎকার চিত্রায়ন এবং সিনেমার প্রেক্ষাপটে এর আকস্মিক আবির্ভাব সবাইকে মুগ্ধ করেছিল।”
অন্যদিকে, রণবীর কাপুর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তার জীবনের প্রথম প্রেম ছিলেন মাধুরী দীক্ষিত। যদিও এটি ছিল একতরফা। তিনি মাধুরীর গালে চুমু খাওয়ার সুযোগ পেতে পরিচালক অয়ন মুখার্জিকে ‘ঘুষ’ দেওয়ার কথাও মজার ছলে শেয়ার করেন।
‘ঘাগরা’ গানের কোরিওগ্রাফি করেছিলেন ফারাহ খান। মাধুরীর সঙ্গে রণবীরের এই গান এখনো দর্শকদের কাছে জনপ্রিয়।