সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন
নিজেস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর আওয়ামী লীগের সন্ত্রাসী হামলা ও সারাদেশে চলমান নৈরাজ্যের প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
১৭ জুলাই (বুধবার) বিকেলে শহরের মোক্তারপাড়া বড় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা জানান এবং হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
জামায়াতে ইসলামীর নেত্রকোণা জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমেদ হারিস।
তিনি বলেন, এই দেশে আর কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো যোদ্ধাদের উপর হামলা করছে—এটি খুবই নিন্দনীয়। প্রশাসনের মধ্যে যেসব ফ্যাসিস্ট মানসিকতা বিদ্যমান, তাদের অবশ্যই অপসারণ করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা শ্রমিক বিভাগের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, পৌর জামায়াতের আমির মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা ওয়ালি উল্লাহ, পৌর জামায়াতের নায়েবে আমির ডা. আবুল হোসেন তালুকদার এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. মোজাম্মেল হক মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ।