রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৫:০২ অপরাহ্ন

শিরোনাম :
সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জামায়াতের

সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জামায়াতের

খুলনা সংবাদদাতা, নেত্রকোণার আলো ডটকম:

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বর্তমান সরকারের প্রতি সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে খুলনা মহানগরীর সোনাডাঙ্গাস্থ আল ফারুক সোসাইটিতে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই এবং তাদেরকে রাজনীতিতে ফিরে আসতে না দেওয়ার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানান। তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে সম্মানজনক বিদায়ের পরামর্শ দেন।

তিনি আরও বলেন, “রাজনীতি করতে হবে দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে, বাইরের কোনো সাহায্যের ওপর নির্ভরশীল হয়ে নয়।” শিক্ষা সংস্কার কমিশনেও তিনি সংশোধন চান এবং আলিয়া ও কওমি নেসাবের আলেমদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব রাখেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সভাপতিত্ব করেন খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, এবং অন্যান্য বক্তৃতা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।

ডা. শফিক আরও বলেন, বিডিআর বিদ্রোহের বিষয়ে সঠিক তথ্য জাতির সামনে প্রকাশ করতে হবে এবং নির্দোষদের মুক্তি ও দোষীদের শাস্তির দাবি তোলেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com