বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:৫৭ অপরাহ্ন

স্বর্ণের দামে নতুন রেকর্ড

স্বর্ণের দামে নতুন রেকর্ড

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। সর্বোচ্চ মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা এখন পর্যন্ত দেশের বাজারে সর্বোচ্চ।

বুধবার (৩০ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং বৈঠকে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। নতুন দাম বৃহস্পতিবার (৩১ অক্টোবর) থেকে কার্যকর হবে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী:

২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ: ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা (বৃদ্ধি: ১,৫৭৫ টাকা)।
২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ: ১ লাখ ৩৭ হাজার ৫ টাকা (বৃদ্ধি: ১,৫০৪ টাকা)।
১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ: ১ লাখ ১৭ হাজার ৪৩৩ টাকা (বৃদ্ধি: ১,২৯৫ টাকা)।
সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ: ৯৬ হাজার ৫২০ টাকা (বৃদ্ধি: ১,০৯৭ টাকা)।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বৃদ্ধির ফলে এ মূল্যবৃদ্ধি হয়েছে। এর আগে, গত ২০ ও ২৩ অক্টোবরেও স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল।

 

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com