বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:৪৮ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণারা আলো ডটকম:
নেপাল প্রথমবারের মতো বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে। ভারত হয়ে এ বিদ্যুৎ বাংলাদেশে পৌঁছাচ্ছে, যা দক্ষিণ এশিয়ার জ্বালানি সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন মাইলফলক স্থাপন করেছে।
শুক্রবার (১৫ নভেম্বর) ভার্চুয়ালি এ বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেপালের জ্বালানি, পানিসম্পদ ও সেচমন্ত্রী দীপক খাদকা, ভারতের গৃহায়ণ ও নগরায়ণমন্ত্রী মনোহর লাল এবং বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।
নেপালের জ্বালানি মন্ত্রী দীপক খাদকা এ বিদ্যুৎ রপ্তানিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, “এই মাইলফলক দক্ষিণ এশিয়ায় আন্তঃযোগাযোগীয় জ্বালানি বিনিময়ের দৃষ্টিভঙ্গির প্রতিফলন।”
নেপাল, বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিদ্যুৎ রপ্তানি নিয়ে গত অক্টোবরে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের মুখপাত্র চন্দন কুমার ঘোষ জানিয়েছেন, চুক্তি অনুসারে এ বছর শুধুমাত্র একদিন বিদ্যুৎ সরবরাহ করা হবে। নিয়মিত বিদ্যুৎ রপ্তানি শুরু হবে ২০২৫ সালের ১৫ জুন থেকে।
চুক্তি অনুযায়ী, আগামী পাঁচ বছরের মধ্যে প্রতি বছরের ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত নেপাল বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে। তবে সরাসরি সংযোগ না থাকায় ভারতের সঞ্চালন লাইন হয়ে এই বিদ্যুৎ বাংলাদেশে পৌঁছাবে।