বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন

দুর্গাপুরে বিনামূল্যে চিকিৎসা পেল প্রায় দুই হাজার বন্যার্ত রোগী

দুর্গাপুরে বিনামূল্যে চিকিৎসা পেল প্রায় দুই হাজার বন্যার্ত রোগী

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোণা:
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে গাঁওকান্দিয়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এ মেডিক্যাল ক্যাম্প আয়োজন করা হয়।

এই ক্যাম্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসক দল। অর্থোপেডিক্স, মেডিসিন, গাইনি, শিশু, চক্ষুসহ মোট ২৯ প্রকার বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা প্রদান করেন।

সকালের শুরু থেকেই ভাদুয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভিড় জমাতে থাকেন রোগীরা। দুপুর পর্যন্ত প্রায় ১,৭০০ রোগী বিভিন্ন সমস্যার জন্য রেজিস্ট্রেশন করেন। প্রত্যেক রোগীকে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপির রাজনীতি মানুষের সেবার জন্য। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুর্গাপুরসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আজকের আয়োজন দুর্গাপুরের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ময়মনসিংহের সহযোগিতায় আমরা এখানে ২৯ জন চিকিৎসকের একটি টিম নিয়ে এসেছি।

তিনি আরও বলেন, আমাদের উদ্দেশ্য মানুষের সেবাকে দোরগোড়ায় পৌঁছে দেওয়া। আজকের মেডিক্যাল ক্যাম্প তারই অংশ।

গাঁওকান্দিয়া ইউনিয়নের বাসিন্দারা এই আয়োজনে অত্যন্ত খুশি। তারা জানান, এলাকার যোগাযোগ ব্যবস্থা দুর্বল হওয়ায় চিকিৎসা সেবা নিতে তাদের জন্য এটি বড় সহায়তা।

প্রসঙ্গত, গত অক্টোবর মাসে আকস্মিক বন্যায় দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়ন সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়। এই উদ্যোগ বন্যার্ত মানুষের স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com