বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:১৯ অপরাহ্ন

উত্তর গাজায় ইসরায়েলের হামলায় ৮৮ ফিলিস্তিনি নিহত

উত্তর গাজায় ইসরায়েলের হামলায় ৮৮ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইসরায়েলের বর্বর হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৮৮ জন ফিলিস্তিনি। বেইত লাহিয়া ও গাজা শহরের শেখ রাদওয়ান পাড়ায় চালানো এই হামলায় বেশিরভাগই নারী ও শিশু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৯৮৫ জনে। আহত হয়েছেন আরও এক লাখ চার হাজারেরও বেশি মানুষ।

বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়া বলেন, “ইসরায়েলের চলমান হামলায় অসংখ্য নারী ও শিশুর মৃতদেহ হাসপাতালে আনা হচ্ছে। তবে ধ্বংসস্তূপে আটকে পড়া জীবিতদের উদ্ধার করার কোনো সুযোগ নেই, কারণ ইসরায়েলি বাহিনী উত্তর গাজা অবরোধ করে রেখেছে এবং জরুরি উদ্ধারকর্মীদের এলাকাটিতে প্রবেশে বাধা দিচ্ছে।”

এর আগে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের হামলার কারণে বেইত লাহিয়ায় অন্তত ৬৬ জন নিহত এবং আরও ডজন খানেক মানুষ আহত হয়েছেন।

এছাড়াও, আল জাজিরা জানায়, ইসরায়েলি সামরিক বাহিনীর ধারাবাহিক হামলায় উত্তর গাজার বেইত লাহিয়া ও শেখ রাদওয়ান পাড়ার বহু বাসিন্দা তাদের জীবনের নিরাপত্তা হারিয়েছে। হাসপাতালে আসা অধিকাংশ মৃতদেহই শিশু ও নারীদের।

গাজার ভয়াবহ এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে। তবে অবরুদ্ধ অবস্থায় ফিলিস্তিনি জনগণের জীবন রক্ষায় এখনো তেমন কোনো কার্যকর সমাধান দেখা যাচ্ছে না।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com