বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন

 ৩০ মিনিটে আমেরিকা থেকে ভারত ভ্রমণের সম্ভাবনা

 ৩০ মিনিটে আমেরিকা থেকে ভারত ভ্রমণের সম্ভাবনা

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বিশ্ববিখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এলন মাস্ক (Elon Musk) সম্প্রতি এক উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। তাঁর প্রতিষ্ঠিত সংস্থা স্পেসএক্স (SpaceX) খুব শীঘ্রই “Earth-to-Earth” স্পেস ট্র্যাভেল প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছে। এই প্রকল্পের মাধ্যমে পৃথিবীর দুই প্রান্তে মাত্র কয়েক মিনিটে পৌঁছানো সম্ভব হবে।

স্পেসএক্সের স্টারশিপ রকেটের মাধ্যমে এই দ্রুততম যাত্রা সম্ভব হবে। স্টারশিপ রকেট পৃথিবীর কক্ষপথের কাছাকাছি চলাচল করবে, যা এক মহাদেশ থেকে অন্য মহাদেশে ভ্রমণের সময়কে উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে।
দ্য ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, এই রকেটটি লস অ্যাঞ্জেলস থেকে টরন্টো মাত্র ২৪ মিনিটে, লন্ডন থেকে নিউইয়র্ক ২৯ মিনিটে, দিল্লি থেকে সান ফ্রান্সিসকো ৩০ মিনিটে এবং নিউইয়র্ক থেকে সাংহাই ৩৯ মিনিটে পৌঁছাতে সক্ষম হবে।

এলন মাস্কের মতে, স্টারশিপ রকেট একসঙ্গে ১,০০০ যাত্রী বহন করতে পারবে। এফএএ (Federal Aviation Administration) অনুমোদন পেলে, প্রকল্পটি খুব দ্রুতই বাস্তবায়ন করা সম্ভব হবে।

এই প্রযুক্তি বাস্তবায়িত হলে, আন্তর্জাতিক ব্যবসা, পর্যটন, শিক্ষা এবং যোগাযোগের ক্ষেত্রে বিপ্লব ঘটবে। দীর্ঘ ভ্রমণের সময়ের কারণে যে বাধাগুলি সৃষ্টি হয়, তা দূর হবে।

যদিও প্রকল্পটি এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি এবং অনেক চ্যালেঞ্জ রয়েছে, তবে এলন মাস্কের অতীতের সফল উদ্ভাবনগুলি আমাদের আশাবাদী করে তুলছে। স্পেসএক্সের এই উদ্যোগ এক নতুন যুগের সূচনা করবে বলে আশা করা হচ্ছে।

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com