বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার দুর্গাপুরে কৃষক রফিকুল ইসলাম ওরফে রহিত মিয়ার হত্যা মামলায় আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।
রবিবার (১৭ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন, দুর্গাপুর উপজেলার নন্দেরছটি গ্রামের ইসমাইল হোসেন, কাজল মিয়া, মজিবুর রহমান, আশ্রব আলী, ছামেদুল, শাজাহান আলী, নজরুল, এবং নুরুল আমিন।
জানা যায়, ২০১২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থীর সমর্থনকে কেন্দ্র করে পরাজিত প্রার্থী তোতা মেম্বারের সমর্থকদের সঙ্গে রফিকুলের বিরোধ দেখা দেয়। এরই জেরে ২০১২ সালের ২৫ জানুয়ারি জমিতে সেচ দিতে গেলে রফিকুলকে হত্যা করে লাশ বস্তাবন্দী করে ফেলে রাখা হয়।
পরে পুলিশ ২৬ জানুয়ারি বস্তাবন্দী লাশ উদ্ধার করে এবং নিহতের বাবা আ. মোতালেব দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মামরার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হয় এবং ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। প্রায় এক যুগ পর মামলার আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষ থেকে এই মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আবুল হোসেন। আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জাহিদুল ইসলাম সৈকত।
এই রায়ে ন্যায়বিচার পাওয়ার আশা পূরণ হয়েছে বলে জানায় নিহতের পরিবার।