বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত ফখরুল

প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত ফখরুল

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

অন্তর্বর্তীকালীন সরকারের শত দিন উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যে নির্দিষ্ট রোডম্যাপ না থাকায় হতাশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা সভায় তিনি বলেন, “আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা তার প্রজ্ঞা দিয়ে সমস্যাগুলো চিহ্নিত করে নির্বাচনের একটি রূপরেখা দেবেন। তবে তিনি তা উল্লেখ না করায় আমি কিছুটা আশাহত।”

তিনি আরও বলেন, “দ্রুত নির্বাচন জাতির জন্য মঙ্গলজনক। দীর্ঘমেয়াদি অন্তর্বর্তীকালীন সরকার জনগণের মনে বিভ্রান্তি তৈরি করতে পারে এবং এটি সমস্যার সমাধানের পরিবর্তে সংকট আরও বাড়াবে।”

“নির্বাচন হলে সমস্যার অনেকটাই সমাধান হবে। বিএনপির ক্ষমতায় যাওয়া বড় কথা নয়, তবে যারা ক্ষতি করার চেষ্টা করছে, তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে।”

সরকারি দায়িত্বে থাকা স্বৈরাচারের দোসররা অন্তর্বর্তীকালীন সরকারকে সমস্যা সমাধানে সহযোগিতা করবে না বলে অভিযোগ করেন তিনি।

ছাত্রদের অবদানের কথা স্মরণ করে মির্জা ফখরুল ইসলাম আলমগী আরো বলেন, “অনেকে ছাত্রদের কৃতিত্ব মানতে চান না। কিন্তু দীর্ঘ সংগ্রামের শেষ সাফল্য ছাত্রদের বুকের রক্ত দিয়ে এসেছে। তাদের অবদান ভুললে চলবে না।”

এ সময় মওলানা ভাসানীর পাকিস্তানের বিরুদ্ধে বীরত্বপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের নানা দিক তুলে ধরেন তিনি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com