বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
প্রথমদিনের শেষ বিকেলে ক্রেইগ ব্র্যাথওয়েটকে তুলে নিয়েছিলেন হাসান মাহমুদ। দ্বিতীয় দিনে শুরুটা ভাসিয়ে নেয় বৃষ্টি। লম্বা বিরতির পর যতটুকু খেলা হয়েছে, আধিপত্য দেখিয়েছেন বাংলাদেশের বোলাররা। টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি স্পিনার হাসান মুরাদ হ্যাটট্রিক করে দেখিয়েছেন ঝলক। ম্যাচ ড্র হয়েছে।
কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে চার দিনের প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা থাকলেও সময় স্বল্পতায় দুদিনে নামিয়ে আনা হয়েছিল। প্রথমদিনে ব্যাটে নেমে ৭৩.২ ওভারে ৭ উইকেটে ২৫৩ রান তুলে ইনিংস ঘোষণা করেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। জবাবে ২৭.৪ ওভারে উইন্ডিজ ৯ উইকেটে ৮৭ রান তোলার পর ড্র মেনে নেয় দুদল।
প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের টপঅর্ডার ব্যাটাররা হতাশ করলেও আলো ছড়িয়েছেন বোলাররা। লাল-সবুজদের সবচেয়ে সফল বোলার বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। ১.৪ ওভার বল করে ১ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। পরপর তিন বলে নেয়া তার উইকেটগুলো যদিও টেল এন্ডারদের।
এর আগে উইকেট এনে দিয়ে দলকে সুবিধাজনক স্থানে পৌঁছান তিন পেসার। হাসান মাহমুদ ১৫ রানে নেন ২ উইকেট। তাসকিন আহমেদ ২১ রান দিয়ে পান ২ উইকেট। ১২ রানে ১ উইকেট নেন তাইজুল ইসলাম।
আগামী ২২ নভেম্বর অ্যান্টিগা টেস্ট দিয়ে শুরু দুদলের দুই ম্যাচের সিরিজ। দ্বিতীয় টেস্ট কিংস্টনে, শুরু ৩০ নভেম্বর।