বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন

আজ দাবি না মানলে কাল মহাখালীতে ‘বারাসাত ব্যারিকেড’

আজ দাবি না মানলে কাল মহাখালীতে ‘বারাসাত ব্যারিকেড’

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য কমিশন গঠনের দাবিতে শিক্ষার্থীরা আজকের মধ্যে দাবি না মানলে আগামীকাল বুধবার রাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন। এই আন্দোলনকে তারা ‘বারাসাত ব্যারিকেড টু মহাখালী’ হিসেবে উল্লেখ করেছেন।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে কলেজের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনের অন্যতম সমন্বয়ক মতিউর রহমান জয় সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, “আজ আমাদের দাবিগুলোর বিষয়ে শিক্ষা উপদেষ্টা এবং সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হবে। সেখানে আমাদের প্রতিনিধি দলও থাকবে। যদি সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া যায়, তাহলে আগামীকাল বুধবার সকাল ১১টা থেকে সড়ক ও রেলপথ অবরোধ করা হবে।”

ব্রিফিংয়ের পর শিক্ষার্থীরা ফের অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

এদিকে, গতকাল সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে মহাখালী রেললাইনের ওপর অবস্থান নেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এতে সড়ক ও রেলপথে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com