বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৪ অপরাহ্ন

বিএনপি চায় না শেখ হাসিনা ক্ষমতায় ফিরে আসুক

বিএনপি চায় না শেখ হাসিনা ক্ষমতায় ফিরে আসুক

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

রাজনৈতিক দলগুলোর দুর্বলতার সুযোগ নিয়ে ফ্যাসিস্ট হয়ে উঠেছিলেন শেখ হাসিনা—এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘তিনি আবার ক্ষমতায় ফিরে আসুক, তা বিএনপি চায় না।’’

মঙ্গলবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন ফখরুল।

তিনি জানান, বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করা হবে, যেখানে সব রাজনৈতিক দলকে অন্তর্ভুক্ত করা হবে। তিনি বলেন, ‘‘যারা বিএনপির সঙ্গে আন্দোলন করেছেন, তাদের নিয়ে দেশ পরিচালনা করা হবে।’’

মির্জা ফখরুল আরও বলেন, ‘‘নির্বাচিত হয়ে আসলে আমরা একা দেশ চালাব না… তাহলে সমস্যা কোথায়? সন্দেহ কোথায়? সন্দেহ কিন্তু আপনাদের ওপর (অন্তর্বর্তী সরকার) মানুষের মধ্যে আসতে শুরু করেছে।’’

তিনি অভিযোগ করেন, ‘‘সরকারের লোকেরা অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি করছে। তাদের কথা বলে মানুষের মধ্যে অস্থিরতা তৈরি হচ্ছে। ফোকাস এক জায়গায় রাখুন,’’ বলেন তিনি।

ফখরুল বলেন, ‘‘ফোকাসটা হচ্ছে নির্বাচন কমিশনকে সঠিকভাবে পরিচালিত করা, প্রশাসন ও বিচার ব্যবস্থাকে ঠিক করা, এবং নির্বাচন নিরপেক্ষভাবে আয়োজন করা। বাকি কাজগুলো যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবেন।’’

তিনি আরও বলেন, ‘‘বর্তমানে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার অগ্রাধিকার দেওয়া উচিত। সংখ্যালঘুদের নিয়ে, গার্মেন্টস নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। একটি নির্বাচিত সরকার থাকলে এই ষড়যন্ত্রগুলো বন্ধ হবে।’’

নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘‘বিএনপি ক্ষমতার জন্য নয়, কিন্তু দ্রুত নির্বাচন না হলে দেশের পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে।’’

পরবর্তী পরিকল্পনা নিয়ে রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

আন্দোলন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘‘আন্দোলনের নামে দুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে। এখন সবাই দাবি জানাচ্ছে, কিন্তু এতদিন স্বৈরাচারের সামনে কেউ এসব দাবি জানায়নি। রাজনৈতিক সরকার না থাকায় এমন সংকট তৈরি হচ্ছে।’’

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com