বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
সরকার ডিমের বাজারে স্থিতিশীলতা আনতে আরও ১৮ কোটি ৮০ লাখ ডিম আমদানির অনুমতি দিয়েছে, যা ৪২টি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হলো ডিমের সরবরাহ বৃদ্ধি করে দাম নিয়ন্ত্রণে রাখা। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই অনুমতি কার্যকর থাকবে।
গত সেপ্টেম্বর মাসে ডিমের যৌক্তিক দাম নির্ধারণ করা সত্ত্বেও বাজারে দাম নিয়ন্ত্রণে না আসায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে ডিম আমদানির ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এর আগে, দুই ধাপে আরও সাড়ে ৮ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছিল।
এটি একটি সংকট সামলানোর তাৎক্ষণিক পদক্ষেপ হলেও স্থানীয় উৎপাদকদের ওপর এর প্রভাব নিয়ে নানা প্রশ্ন উঠতে পারে। দীর্ঘমেয়াদে বাজারের ভারসাম্য রক্ষায় উৎপাদন খরচ কমানো ও সরবরাহ চেইন উন্নত করার মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ হবে।