বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন

মার্কিন ক্ষেপণাস্ত্রে রাশিয়ায় হামলা: উত্তেজনা তুঙ্গে

মার্কিন ক্ষেপণাস্ত্রে রাশিয়ায় হামলা: উত্তেজনা তুঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক,  নেত্রকোণার আলো ডটকম:

মস্কোর দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল মঙ্গলবার ব্রিয়ানস্ক এলাকায় ইউক্রেন টেকনিক্যাল মিসাইল নিক্ষেপ করেছে। পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হলেও একটি বিকল অবস্থায় টার্গেটে পৌঁছেছে।

এই ঘটনার পরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার বাহিনীকে পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন। তিন বছর ধরে চলমান এই যুদ্ধে এ ধরনের পদক্ষেপ এই প্রথম। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহারের বিপক্ষে; তবে নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা বাধ্য হয়েছে।

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অস্ত্র সরবরাহ ও রাশিয়ায় হামলার অনুমোদনকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। বিদায়ের প্রাক্কালে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো তা নিয়ে চলছে তর্ক-বিতর্ক।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের হাতে এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে, যা দিয়ে রাশিয়ার অভ্যন্তরে আঘাত হানা সম্ভব। এর আগে এই ধরনের অস্ত্র রুশ দখলকৃত এলাকাগুলোতে ব্যবহার করেছে ইউক্রেন। চলমান সংঘাতের ১০০০ দিনের মাথায় যুদ্ধের বিস্তার নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ আগুনে তেল ঢালার মতো কাজ করবে। পরমাণু অস্ত্রের হুমকি ও রাশিয়া-যুক্তরাষ্ট্রের সরাসরি সংঘর্ষের আশঙ্কা বিশ্বজুড়ে অস্থিরতা বাড়াচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com