শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন

নেত্রকোণার সুখী এনজিওতে ২৯,০০০ টাকা বেতনে চাকরী

নেত্রকোণার সুখী এনজিওতে ২৯,০০০ টাকা বেতনে চাকরী

সুখী যুব উন্নয়ন সংস্থা (সুখী) নেত্র-৯৮, এর মাঠ পর্যায়ে সমাজসেবা ও সদস্য বৃদ্ধি, প্রকল্প বাস্তবায়ন এবং সংস্থার কর্মকান্ড ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সুষ্ঠভাবে পরিচালনার লক্ষ্যে দক্ষ ও অদক্ষ্য জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীগণ আবেদন করুন।

আবেদনের শেষ তারিখ ২৫.০১.২০২৫ইং, কর্ম এরিয়া-নেত্রকোনা সদর, আটপাড়া উপজেলা, মদন উপজেলা। আবেদনকারীদের প্রত্যন্ত এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স ও কর্ম এলাকায় থাকার মানসিকতা থাকলে অগ্রাধিকার পাবেন। আবেদনের যোগ্যতা- উল্লেখীত যোগ্যতাসম্পন্ন সৎ, যোগ্য ও প্রকৃত বাংলাদেশী সকল ধর্ম, বর্ণ, লিঙ্গ ও গঠনের প্রার্থী আবেদন করিতে পারবেন। অভিজ্ঞদের জন্য বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। নিদিষ্ট আবেদন ফরম পূরণ পূর্বক, ৩ কপি ছবি ও নমীনির ছবিসহ এনআইডি/জন্মনিবন্ধন জীবনবৃত্তান্ত, পরিচয় পত্র/নাগরিক সনদপত্র, এনআইডি কার্ডের কপি, শিক্ষাগত সনদ ও অভিজ্ঞতা প্রমাণ সনদের ফটোকপি। সকল নিয়োগ অস্থায়ীবৃত্তিতে, চাকুরী স্থায়ী হলে উক্ত বেতন নিশ্চিত হবে, অস্থায়ী বৃত্তিতে বেতন কাঠামো (সর্বমোট) ফিল্ট অফিসার-২০,০০০ টাকা ডেস্ক অফিসার – ৮০০০টাকা, অফিস সহকারী ৭০০০ টাকা (অফিস সহকারীর থাকা, খাওয়া অফিসে)। আবেদনের মাধ্যম সরাসরি অফিসে ডকুমেন্টসহ আসুন। অফিসের সময়, সকাল ৯.০০টা হতে বিকাল ৬.০০টা।
ই-মেইল করুন: shukhingo@gmail.com
বাড়ি-৩৩ ২য় তলা, কোর্ড বিল্ডিং, মদন, নেত্রকোণা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com