শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির মহাসচিব

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির মহাসচিব

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার উদ্দেশ্যে বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সাক্ষাৎটি বিকেল ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হবে।

দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, জাতীয় নির্বাচনের প্রস্তুতি, এবং অংশগ্রহণমূলক গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন ইস্যুতে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর দাবি-দাওয়ার প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার সঙ্গে এই সাক্ষাৎ বিশেষ গুরুত্বপূর্ণ। এটি রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টায় একটি বড় পদক্ষেপ হতে পারে।

এই সাক্ষাতের মাধ্যমে সরকার ও বিরোধী দলের মধ্যে সেতুবন্ধন তৈরির সম্ভাবনা এবং সংকট সমাধানের পথ খোঁজার চেষ্টা করা হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com