রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৩:৩৯ অপরাহ্ন
আইটি, নেত্রকোণার আলো ডটকম:
স্পেনের আন্দালুসিয়ার সাবেক খনি শহর লিনারেসে টেক কোম্পানি মেলটিও এমন একটি থ্রিডি প্রিন্টার তৈরি করেছে, যার সাহায্যে শিল্প কারখানার যন্ত্রাংশ তৈরি করা সম্ভব হচ্ছে। লেজার টেকনোলজির মাধ্যমে ধাতুর নতুন স্তর যুক্ত করে এই প্রিন্টার যন্ত্রাংশ তৈরি করে, ফলে ধাতুর অপচয় হয় না।
মেলটিও কোম্পানির কর্মকর্তা লুকাস হোপে জানান, এই প্রিন্টারটি স্বয়ংক্রিয় এবং ব্যবহার করা সহজ। শুধু উপকরণগুলো প্রিন্টারে দিয়ে দরজা বন্ধ করতে হবে, এরপর প্রিন্টিং শুরু হবে। হোপে আরও জানান, অনেক কোম্পানি এখন বিশেষায়িত দক্ষ কর্মী খুঁজে পাচ্ছে না, আর এই মেশিন সেই চাহিদা পূরণে সহায়তা করতে পারে।
ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, মেলটিও কোম্পানি ইতোমধ্যে ৩০০টির বেশি প্রিন্টার বিক্রি করেছে, যার প্রতিটির মূল্য প্রায় দুই লাখ ইউরো। ক্রেতারা এখন নিজস্ব যন্ত্রাংশ তৈরি করতে চাইছে, তবে প্রতিটি যন্ত্রাংশ তৈরিতে সর্বোচ্চ ২০ ঘণ্টা সময় লাগে। যদিও এই প্রিন্টার দিয়ে সব ধাতু ও আকারের যন্ত্রাংশ তৈরি সম্ভব নয়।
লিনারেসে থ্রিডি প্রিন্টিং নিয়ে কাজ করা পুরনো একটি কোম্পানি থাকায় মেলটিওর জন্য সেখানে মার্কেটিং সুবিধা হয়েছে। পাশাপাশি, ৩০ শতাংশ বেকারত্বের হার থাকায় কর্মী খুঁজে পাওয়াও সহজ হয়েছে। বর্তমানে কোম্পানির টিম ১০০ জনে পৌঁছেছে এবং প্রতি সপ্তাহে নতুন কর্মী যুক্ত হচ্ছে।
মেলটিওর প্রিন্টার দিয়ে জাহাজের প্রোপেলার, কেমিক্যাল ও খাদ্য শিল্পে ব্যবহৃত ইনজেকশন নজল, গ্যাস ও তরলের পাইপসহ বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা সম্ভব। এছাড়া, প্রিন্টিং শেষে যন্ত্রাংশগুলো মসৃণ ও কাচের মতো সমতল করা যায়।
হোপে জানিয়েছেন, কোম্পানি বর্তমানে লাভজনক হলেও সেই লাভ বিনিয়োগকারীদের না দিয়ে পুনরায় ব্যবসায় বিনিয়োগ করা হচ্ছে। মেলটিওর লক্ষ্য হলো বিশ্বের সামনে উদাহরণ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা এবং আরও বড় হয়ে যন্ত্রাংশ তৈরির নতুন দিগন্ত উন্মোচন করা।