মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন

শিরোনাম :
জুলাই ঘোষণাপত্র তৈরির বিষয়ে সবাই একমত : আইন উপদেষ্টা

জুলাই ঘোষণাপত্র তৈরির বিষয়ে সবাই একমত : আইন উপদেষ্টা

নিউজ ডেস্ক || নেত্রকোণার আলো ডটকম:
প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, “ঘোষণাপত্র তৈরির বিষয়ে সবাই একমত পোষণ করেছে। সবার ঐকমত্যের ভিত্তিতে আরো নিবিড় আলোচনার ভিত্তিতে এই ধরনের একটি ডকুমেন্ট প্রস্তুত হওয়া উচিত। সবাই আশাবাদ ব্যক্ত করেছেন, এই প্রক্রিয়ায় আমরা সফল হতে সক্ষম হব।”

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন আসিফ নজরুল।

কবে নাগাদ এটি ঘোষণা করা হতে পারে জিজ্ঞেস করলে তিনি বলেন, “রাজনৈতিক দল ও ছাত্রদের যারা অংশগ্রহণ করেছেন, সকলেই বলেছেন যে এই ঐকমত্য পোষণ করে সর্বসম্মতিক্রমে একটি ডকুমেন্ট প্রস্তুত করার জন্য যত সময়ই লাগুক, সেই সময় যেন নেওয়া হয়।”

“তাড়াহুড়া যেন না করা হয়। অযথা কালক্ষেপণও যেন না করা হয়,” যোগ করেন তিনি।

ঘোষণাপত্র তৈরির লক্ষ্যে আলোচনার জন্য যেন কমিটি গঠন করার প্রস্তাবও রাজনৈতিক দলগুলোর তরফ থেকে এসেছে। তিনি বলেন, ‘‘সবার প্রস্তাব বিবাচেনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।’’

‘কোথাও অনৈক্যের সুর’ নেই উল্লেখ করে তিনি বলেছেন, ‘‘আজকের বৈঠকে শুধু পদ্ধতি নিয়ে বিভিন্ন মতামত এসেছে। সবাই যেন অনুভব করে যে, এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের মালিকানা তারও আছে, সে ব্যাপারে বিভিন্ন মতামত এসেছে। এটি সুদৃঢ় ঐক্যের পথে সহায়ক হবে।”

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com