শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:০৬ পূর্বাহ্ন

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান মির্জা ফখরুলের

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান মির্জা ফখরুলের

ঠাকুরগাঁও: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সব জায়গায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া নিয়ে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ম্যাজিস্ট্রেসি পাওয়ার শুধুমাত্র সেসব এলাকায় দেওয়া উচিত যেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যেসব এলাকা শান্তিপূর্ণ রয়েছে, সেখানে এই ক্ষমতা প্রয়োগ করলে নতুন সমস্যা সৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও প্রেসক্লাবের হলরুমে জেলা বিএনপি আয়োজিত ‘স্বৈরাচার, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের আন্দোলনে ঠাকুরগাঁওয়ের শহীদদের পরিবার এবং আহতদের সঙ্গে সাক্ষাৎ ও সাহায্যকরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে রাজনীতিবিদরা সুষ্ঠুভাবে কাজ করতে পারবেন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। বর্তমান সরকার ২০১২ সাল থেকে আমাদের ওপর নির্যাতন চালাচ্ছে, শত শত মানুষকে গুম করা হয়েছে, হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। খালেদা জিয়া ও তারেক রহমানসহ সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে তাদের নিঃস্ব করা হয়েছে।”

তিনি আরও বলেন, “সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে দেশের সব এলাকায় প্রয়োগ করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। শান্তিপূর্ণ এলাকায় নতুন সমস্যা তৈরি করা বুদ্ধিমানের কাজ হবে না। সরকারের উচিত এ বিষয়ে পুনর্বিবেচনা করা।”

অনুষ্ঠানে ঠাকুরগাঁওয়ের আন্দোলনে শহীদ চারজনের পরিবার এবং আহত ২৯ জনকে বিএনপির পক্ষ থেকে ১৫ লাখ টাকা সহায়তা দেওয়া হয়। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, “আমরা চাই সবাইকে নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন। দেশের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সংসদ গঠিত হবে, যেখানে সকল রাজনৈতিক দল ও নেতৃবৃন্দের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।”

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com