রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৫:১১ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
প্রায় গ্রুপপর্ব থেকেই বাদ পড়তে যাচ্ছিল বাংলাদেশ। গ্রুপপর্বের শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে মালদ্বীপ ড্র করতে পারলেই বিদায় নিশ্চিত ছিল বাংলাদেশের। তবে ভারতের ৩-০ গোলের জয়ে গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনালে ওঠার সুযোগ পায় লাল-সবুজ জার্সিধারীরা।
আজকের সেমিফাইনালে পাকিস্তানকে টাইব্রেকারে ৮-৭ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হওয়ার পর, টাইব্রেকারে দুই দলই প্রথম পাঁচ শটে পাঁচটি করে গোল করে। খেলা গড়ায় সাডেন ডেথে, যেখানে অষ্টম শটে পাকিস্তানের শট ঠেকিয়ে দিয়ে বাংলাদেশ নিজেদের শটে গোল নিশ্চিত করে জয়লাভ করে।
ম্যাচের প্রথমার্ধে ৩২তম মিনিটে কর্নার থেকে শাবাব আহমেদের হেডে গোল খেয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ৬১তম মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন পাকিস্তানের আব্দুল রেহমান। তবে শেষ ২০ মিনিটে বাংলাদেশ দারুণ প্রত্যাবর্তন করে। ৭৫তম মিনিটে কর্নার থেকে মিঠু চৌধুরীর গোল এবং ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে বদলি খেলোয়াড় মানিকের গোল ম্যাচকে টাইব্রেকারে নিয়ে যায়, যেখানে বাংলাদেশ শেষ পর্যন্ত জয়ী হয়।
ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের, যারা প্রথম সেমিফাইনালে নেপালকে ৪-২ গোলে হারিয়েছে।