শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:২৯ অপরাহ্ন

ভারত থেকে এলো ২ লাখ ৩১ হাজার ডিম

ভারত থেকে এলো ২ লাখ ৩১ হাজার ডিম

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক, যশোর || নেত্রকোণার আলো ডটকম:
যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে চলতি বছর চতুর্থ চালানে ভারত থেকে ২ লাখ ৩১ হাজার ৮৪০ পিস ডিম আমদানি করা হয়েছে। গতকাল শনিবার রাতে ভারতীয় একটি ট্রাকে এই ডিম আমদানি হয়।
রোববার (২০ অক্টোবর) দুপুরে পরীক্ষা-নিরীক্ষা শেষে ডিমের চালানটি খালাসের প্রক্রিয়া শেষ হয় বলে নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শেখ জাহিদুর রহমান।
কাস্টমস সূত্র জানায়, ১ হাজার ১০৪ বক্স ডিম নিয়ে ভারতীয় ট্রাক গতকাল বাংলাদেশে প্রবেশ করে। প্রতি বক্সে ২১০টি করে ডিম রয়েছে। আমদানি করা এসব ডিমের মূল্য ৯ হাজার ৯৬৯ মার্কিন ডলার। প্রতি ডজন ডিমের আমদানি মূল্য শূন্য দশমিক ৫৮ ডলার, বাংলাদেশি টাকায় প্রতিটি ডিমের মূল্য পড়ে ৫ টাকা ৭০ পয়সা। প্রতি ডজন ডিমের ইনভয়েস মূল্যের ওপর ১৩ শতাংশ সরকারি রাজস্ব পরিশোধ করে ও সব খরচ মিলিয়ে প্রতিটি ডিমের মূল্য দাঁড়ায় ৬ টাকা ৫০ পয়সা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com