শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:০৮ অপরাহ্ন

শেরপুর কারাগার থেকে পলাতক দুই আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

শেরপুর কারাগার থেকে পলাতক দুই আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

শেরপুর সংবাদদাতা, নেত্রকোণার আলো ডটকম:
শেরপুর জেলা কারাগার থেকে পালানো দুই আসামি সুমন মিয়া (৪০) ও রাজা মল্লিখ (৩৬) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গত ২০ অক্টোবর শেরপুর শহরের শেরপুর সরকারি কলেজ মোড় ও নবীনগর এলাকা থেকে পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত রাজা মল্লিখ নালিতাবাড়ীর গড়কান্দা গ্রামের মেছের মল্লিখের ছেলে এবং সুমন মিয়া শেরপুর শহরের নবীনগর এলাকার মৃত ফটিক ড্রাইভারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৪ জামালপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ নাজমুল ইসলাম।
র‍্যাবের তথ্যমতে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের ঘটনার জের ধরে গত ৫ আগস্ট শেরপুর জেলা কারাগারে হামলা চালিয়ে কয়েক হাজার দুষ্কৃতিকারী বিভিন্ন স্থাপনার ক্ষতিসাধন করে। এতে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার ৫১৮ জন হাজতি ও কয়েদী পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর থেকে পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে র‍্যাব।
এরই অংশ হিসেবে, ২০ অক্টোবর দুপুরে কলেজ মোড় এলাকা থেকে চুরি মামলার আসামি রাজা মল্লিখকে এবং সন্ধ্যায় নবীনগর এলাকা থেকে দস্যুতা মামলার আসামি সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মোঃ আব্দুর রাজ্জাক জানান, উভয় আসামি ঘটনার দিন কৌশলে অন্যান্য কয়েদীদের সাথে শেরপুর কারাগার থেকে পালিয়ে যায়। র‍্যাব-১৪ এর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। আটককৃতদের শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com