শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৫:১২ অপরাহ্ন

চার মন্ত্রীসহ রিমান্ডে ৮, সাবেক মন্ত্রী-এমপিসহ ৪৯ আসামিকে গ্রেপ্তার দেখাল আদালত

চার মন্ত্রীসহ রিমান্ডে ৮, সাবেক মন্ত্রী-এমপিসহ ৪৯ আসামিকে গ্রেপ্তার দেখাল আদালত

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও মেয়রসহ ৪৯ আসামিকে রাজধানীর বিভিন্ন থানায় ১৪৪টি হত্যা, হত্যাচেষ্টা ও গুমের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ঘটনায় এ মামলাগুলো করা হয়।

আজ বুধবার ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার মন্ত্রীসহ ৮ জনের ৪১ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান ও মো. ইমরান আহম্মেদের পৃথক দুটি আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে যাওয়া ৮ আসামির মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক নৌমন্ত্রী শাহাজাহান খান, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, বহিষ্কৃত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক সংসদ সদস্য হাজী মো. সেলিম ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

গ্রেপ্তার দেখানো ৪৯ আসামির মধ্যে উল্লেখযোগ্যরা হলেন উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সাবেক সংসদ সদস্য কাজী জাফর উল্যাহ এবং পুলিশের সাবেক ডিসি মশিউর রহমান।

মামলাগুলোর মধ্যে আতিকুল ইসলামের বিরুদ্ধে ১৩টি, আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ১৬টি এবং কামাল আহম্মেদের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com