নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক।
রেজাউল করিম জানান, আমির হোসেন আমুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং ধাপে ধাপে এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। প্রাথমিকভাবে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলে তিনি জানান।
৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই তাঁর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছিল এবং তাঁর পরিবারের সদস্যদের হিসাবেও লেনদেন স্থগিত করা হয়েছিল। আমির হোসেন আমু ঝালকাঠি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষাপটে তাঁর ঝালকাঠির বাড়িতেও বিক্ষুব্ধ জনতা অগ্নিসংযোগ করে।